সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার বেলা ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সাত দফা দাবিগুলো হল- বৈষম্যমুক্ত নবম পে-স্কেল ঘোষণা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনঃ বহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবি এবং এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন।
বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতা সেলিম রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও ১১-২০ গ্রেডের কর্মচারীরা এখনো বৈষম্যের শিকার।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১-২০ গ্রেডের কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা সমন্বয়ক আব্দুর রশিদ, জেলা সমন্বয়ক আলমগীর, শরিফুল, আশরাফুল ও সুজনসহ আরও অনেকে।
এ মানববন্ধন কর্মসূচি একযোগে দেশের ৬৪ জেলা পালিত হয়।