বাংলাদেশ ও ভারতের পর এশিয়া কাপ মিশন জয় দিয়ে শুরু করলো পাকিস্তানও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে মালয়েশিয়াকে পাত্তাই দেয়নি পাক মেয়েরা। ৯ উইকেটের বড় জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু করলো তারা।
নারী এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার ব্যাটারদের বিব্রত করলেন পাকিস্তানের বোলাররা। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৫৭ রানে মালয়েশিয়াকে থামিয়ে ৯ উইকেটে জিতে গেছে পাকিস্তান। ৯ ওভার খেলে মাত্র ১ উইকেটে ৬১ রান করে তারা।
মালয়েশিয়ার ব্যাটারদে মধ্যে এলসা হান্টার অপরাজিত ছিলেন ২৯ রানে। ১১ রান করেন ওপেনার ওয়ান জুলিয়া। এ দুজন ছাড়া আর কেউ দুই অংকের রান ছুঁতে পারেননি। নুর দানিয়া সিউহাদার অপরাজিত ৪ রান দলের তৃতীয় সর্বোচ্চ। পাঁচ ব্যাটারের তো রানের খাতাই খুলতে পারেননি।
পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ তিন ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নিয়ে তুবা হাসান হয়েছেন ম্যাচসেরা।
লক্ষ্যে নেমে ৬ ওভারে দলকে ৪৫ রান তুলে দিয়ে আউট হন ওপেনার সিদ্রা আমিন। ২৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। মুনিবা আলীকে নিয়ে তিন ওভার খেলে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিসমাহ মারুফ। তিনি ৮ রানে ও মুনিবা ২১ রানে অপরাজিত ছিলেন।