logo
আপডেট : ৩ অক্টোবর, ২০২২ ০০:০০
মা-মেয়ে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ
জামালপুর সংবাদদাতা

মা-মেয়ে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় মা-মেয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার সকালে নান্দিনায় সড়ক অবরোধ ও মানববন্ধনে বাদামবাড়ি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় সড়কের দুই পাশে যানজটের তৈরি হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

মানববন্ধনে মামলার বাদী নিহত জোছনা বেগমের স্বামী মোস্তফা কামাল বলেন, ‘আমার স্ত্রী-কন্যার কী অপরাধ ছিল। আমার মেয়েকে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিপুণ। সে আমার মেয়ের কাছ থেকে ৪-৫ লাখ টাকা নিয়েছে। মামলার এক মাস হলেও প্রধান আসামি নিপুণ এখনো ধরাছোঁয়ার বাইরে। উল্টো মামলা তুলে না নিলে আবার হত্যার হুমকি দিচ্ছে।’

জামালপুর সদর থানার ওসি কাজী শাহ নেওয়াজ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের জানান, হত্যাকা-ের পর থেকে তিন ভাগে পুলিশ তদন্ত করছে। হত্যার রহস্য উদঘাটন হয়েছে। মামলার স্বার্থে অনেক কিছুই গোপন রাখতে হচ্ছে। আসামি নিপুণকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।