logo
আপডেট : ৩ অক্টোবর, ২০২২ ০০:০০
গোপালগঞ্জে র‌্যাবপ্রধান
সরকার মনে করলে র‌্যাব সংস্কার করবে
গোপালগঞ্জ প্রতিনিধি

সরকার মনে করলে র‌্যাব সংস্কার করবে

র‌্যাবের নতুন মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, র‌্যাব হচ্ছে এলিট ফোর্স। র‌্যাব এদেশের সকল শ্রেণি-পেশার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক এবং নিরাপত্তার প্রতীক ও ভালোবাসার প্রতীক। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি র‌্যাবের সংস্কার প্রয়োজন নেই। তবে র‌্যাবের সংস্কার করবে কি করবে না এটা সরকারের বিষয়। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। সরকার প্রয়োজন মনে করলে সংস্কার করবে।

গতকাল রবিবার বিকেলে র‌্যাব ডিজি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে এটা সরকার মোকাবিলা করছে। আমাদের কাছে তারা যেসব প্রশ্ন করছে, যেসব প্রশ্ন জানতে চেয়েছে আমরা সবগুলোর যথাযথ জবাব দিয়েছি। আমরা জবাব দেওয়ার পরে তারা আর কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারেনি।