সিলেটের আকাশে কখনও শরতের কাঠফাটানো রোদ, পরক্ষণেই আবার মেঘে ঢেকে যায় সূর্য। আবহাওয়ার পূর্বাভাসে আগেই ছিল বৃষ্টির শঙ্কা, হলোও তাই। ভারত পুরোটা সময় ব্যাট করতে পারলেও থামতে হয়েছে মালয়েশিয়াকে। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ফলে আর মাঠে গড়ায়নি ম্যাচ। রানরেটে এগিয়ে থাকায় বৃষ্টি আইনে ৩০ রানে জয়ী হয় ভারত।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত উদ্বোধনীতে গড়ে ১১৬ রানের জুটি। নির্ধারিত ওভার শেষে তারা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮১ রান। সাভিনেনি মেঘানা ৫৩ বলে ৬৯ রানের ম্যাচসেরা একটি ইনিংস খেলেন। ১১ চার ও এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া শেফালি ভার্মা ৪৬ রান করে আউট হন। এক চার ও তিন ছক্কায় ইনিংসটি সাজান তিনি। শেষদিকে রিচা ঘোষের ৩৩ রান করেন।
মালয়েশিয়ার হয়ে বিনিফ্রেড দোরাইসিংগ্রাম ও নূর দানিয়া দুটি করে উইকেট লাভ করেন।
ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্য টপকাতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় মালয়েশিয়া। চতুর্থ ওভারেই দ্বিতীয় উইকেটের পতন হয়। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বল শেষে যখন মালয়েশিয়ানদের স্কোরবোর্ডে ১৬ রান। তখনই নামে বৃষ্টি। সেই বৃষ্টি থেমেছে অনেক পরে। তবে খেলা আর মাঠে গড়ায়নি। তাতে বৃষ্টি আইনে জয় পায় ভারত।