logo
আপডেট : ৫ অক্টোবর, ২০২২ ০০:০০
খুলনায় সেই রহিমা অপহরণ মামলায় ৪ জনের জামিন
নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সেই রহিমা অপহরণ মামলায় ৪ জনের জামিন

খুলনার আলোচিত রহিমা বেগম ‘অপহরণ’ মামলায় জামিন পেয়েছেন গ্রেপ্তার চার আসামি। গতকাল মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম তাদের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। গতকাল ওই চারজনের জামিন শুনানির পূর্বনির্ধারিত দিন ছিল।

জামিন পাওয়া চারজন হলেনখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া ও তার ভাই মো. মহিউদ্দিন এবং মহেশ্বরপাশা এলাকার রফিকুল ইসলাম ও তার ভাই মো. জুয়েল। তাদের বিরুদ্ধে রহিমা বেগমকে অপহরণ করা হয়েছেএমন অভিযোগে তার সন্তানরা দৌলতপুর থানায় মামলা করেছিলেন। মামলাটি তদন্তের সময় পুলিশ ও র‌্যাব ওই চারজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। অন্যরা হলেনরহিমার দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদার ও মহেশ্বরপাশা এলাকার হেলাল শরীফ।

গত ২৪ সেপ্টেম্বর ফরিদপুর থেকে ‘নিখোঁজ’ রহিমা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৭ আগস্ট রাতে খুলনার দৌলতপুর খানাবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে ‘নিখোঁজ’ হন রহিমা বেগম। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তার ছেলে মিরাজ আল সাদী দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরদিন মাকে অপহরণের অভিযোগে রহিমা বেগমের মেয়ে আদুরী আক্তার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।