রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার আইনে স্বাক্ষর করেছেন।
গত মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টে এই বিল পাস হওয়ার পর গতকাল বুধবার পুতিনের স্বাক্ষরের মাধ্যমে তা আইনে পরিণত হলো।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা ঘোষণা করেছে, চার অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করতে প্রেসিডেন্ট চারটি কেন্দ্রীয় সাংবিধানিক আইনে স্বাক্ষর করেছেন। ওই চার অঞ্চলের বর্তমান মস্কো-সমর্থিত প্রধানদের ভারপ্রাপ্ত নেতা হিসেবে নিয়োগের ডিক্রিতেও স্বাক্ষর করেছেন তিনি।
এর মাধ্যমে কাগজে-কলমে রাশিয়ার অংশ হয়ে গেল ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চল। ইউক্রেন হারাল ১৫ শতাংশ ভূখণ্ড। ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া ওই চার অঞ্চলে সম্প্রতি গণভোট অনুষ্ঠিত হয়। রাশিয়ার দাবি, রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে চেয়ে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সেখানকার বাসিন্দাদের মতামতের প্রতিফলন ঘটেছে। যদিও কিয়েভ এবং এর পশ্চিমা মিত্ররা রাশিয়ার গণভোটকে ভুয়া আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে আসছে।
এই নিন্দা উপেক্ষা করেই গণভোটের ফলাফল দেখিয়ে এসব অঞ্চলকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া। পশ্চিমা সরকারগুলো ও কিয়েভ বলেছে, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এখনো এই চার অঞ্চলের সীমানা নির্ধারণ করেনি রাশিয়া। এদিকে বাস্তবতা হলো, চারটি অঞ্চলের একটিও এখনো পুরোপুরি রুশ নিয়ন্ত্রণে নেই। উল্টো মাত্র কদিন আগে দোনেৎস্কের লাইমান শহর দখলে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। খেরসনেও পিছু হটছে রুশ বাহিনী।