আপডেট : ৬ অক্টোবর, ২০২২ ১০:২৬
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকার পাঁচমাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় শিরি খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিরি খাতুন পোড়াহাটি গ্রামের মৃত বশির উল্লাহ দিদারের মেয়ে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, সকালে গোয়ালপাড়া গ্রামের বোনের বাড়ি থেকে হেঁটে নিজের বাড়ি পোড়াহাটি যাচ্ছিলেন শিরি খাতুন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিরি খাতুন মারা যান।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। চালক ও হেলপার পালিয়ে গেলেও। ট্রাকটি আটক করেছে পুলিশ।