logo
আপডেট : ৬ অক্টোবর, ২০২২ ১৪:২৩
ঘরের মাঠে হালান্ডের জোড়া গোলে জয় সিটির
ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে হালান্ডের জোড়া গোলে জয় সিটির

আরলিং হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি বুধবার রাতে ড্যানিশ ক্লাব কোপেনহেগেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। তবে নরওয়ের এই ফরোয়ার্ড আরেকটি হ্যাটট্রিক করতে পারতেন। তবে সেই সুযোগ দেননি পেপ গার্দিওয়ালা। বিরতির পরেই তাকে তুলে নেওয়া হয়।

ঘরের মাঠ ইতিহাদে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের 'জি' গ্রুপের ম্যাচে জয় পায় স্বাগতিকরা। এ নিয়ে টানা তিন ম্যাচে তারা তুলে নিলো জয়।

ম্যাচের সপ্তম মিনিটেই হালান্ড এগিয়ে দেন সিটিকে। ৩২ মিনিটে করেন আরও এক গোল। নতুন ক্লাবে ১২ ম্যাচ খেলে এরই মধ্যে তার গোল হয়ে গেছে ১৯টি।

৩৯ মিনিটে ডেভিড খোচোলাভার আত্মঘাতী গোল এবং ৫৫ মিনিটে রিয়াদ মাহরেজের পেনাল্টিতে ৪-০তে এগিয়ে যায় ম্যান সিটি। এক তরফা ম্যাচে কোপেনহেগের কফিনে শেষ পেরেকটি ঠুকেন জুলিয়ান আলভারেজ ৭৬ মিনিটে।

ম্যাচের প্রথমার্ধ যেতেই হালান্ডকে তুলে নেন কোচ। পেপ গার্দিওলার দলের তিন ম্যাচে ৯ পয়েন্ট হয়ে যাওয়ায় নকআউট প্রায় নিশ্চিত। 'জি' গ্রুপে তিন নম্বরে থাকা সেভিয়ার থেকে আট পয়েন্ট এগিয়ে সিটি।