নারী এশিয়া কাপের এবারের আসর চলছে সিলেটে। এখানকার স্থানীয়রা এমনিতেই ক্রীড়া পাগল। যেকোনো খেলা হলেই তারা সেখানে ভীর জমান। এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি।
তাদের উন্মাদনার মাত্রা বাড়াতে যোগ হয়েছিল ফাইনালে ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি সিলেটে আগমনে খবর নিয়ে। ফাইনালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর সঙ্গে তার সিলেটে আগমনের খবর চাউড় হয়েছিল।
তবে এখনও কোনো কিছু চূড়ান্তু হয়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরাও বিষয়টা শুনেছি। বিশেষ করে বেশ কয়েকটি মিডিয়াতে দেখেছি। কিন্তু এসিসি থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত তার সিলেটে আগমন নিয়ে কোনো কনফারমেশন পাইনি। তবে তারা যদি যেকোনো মুহূর্তে সিলেটে চলে আসেন, সেক্ষেত্রে আমরা প্রস্তুত থাকব। এটুকু নিশ্চিত করতে পারি। বিসিবির পক্ষ থেকে তাদের বরণ করা বা তাদের নিয়ে কোনো আয়োজন হলে সেখানে ঘাটতি থাকবে না।