এশিয়া কাপে আজ ভারতের সঙ্গে ম্যাচ পাকিস্তানের। তার ঠিক আগের দিন বিসমাহদের চমকে দিল থাইল্যান্ড। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১১৭ রান তাড়া করে ১ বল আগে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে তারা। ২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং গত বছরের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে হারানো থাইল্যান্ডের বড় দলের বিপক্ষে তৃতীয় জয় এটি।
পাকিস্তানের বিপক্ষে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনিতে ১৫০ করে জয়ের স্বপ্ন দেখছিল থাইল্যান্ড। কিন্তু ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়। গতকাল সকালে টস জিতে সেই পাকিস্তানকে ৫ উইকেট হারিয়ে ১১৬ রানে আটকে দেয় থাইরা। সিদ্রা আমিন করেন পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৬। নাত্থাকান চানথামের ৫১ বলে ৬১ রানে ১৯ ওভার শেষে থাইল্যান্ডের স্কোর দাঁড়ায় ১০৭/৬। ডায়ানা বেগের ওভার থেকে ১০ রান তুলে নিয়ে উল্লাসে মাতে থাইরা। কোচ হার্শাল বলেন, ‘থাই মেয়েরা মাঠে উড়ে বেড়ায় খেলার আনন্দে। আমরা খুশি। খুব খুব খুশি। কারণ পাকিস্তান সেরা দলগুলোর একটি। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আনন্দের সঙ্গে খেলতে পারা, আমরা মাঠে মজা করতে চাই। এরপর সবকিছু এমনিতেই হয়ে যায়।’ এই জয়ে শেষ চারের লড়াইয়ে গরমিল করে দিয়েছে থাইল্যান্ড। ভারতের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই।