logo
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২ ২১:২৭
দেশ রূপান্তর - বসুন্ধরা কিংস বিশ্বকাপ প্রতিদিনের কুইজ
ট্যাব জিতল স্কুলছাত্র আরাফ
মাসিদ রণ

ট্যাব জিতল স্কুলছাত্র আরাফ

দেশ রূপান্তরেরর প্রতিদিনের কুইজ 'বসুন্ধরা কিংস' বিশ্বকাপ কুইজের গতকাল বৃহস্পতিবারের পুরষ্কার  জিতেছেন আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার মো. সোহেল মিয়া। তিনি পাচ্ছেন একটি ট্যাব। কুইজে অংশগ্রহণ করে আপনিও জিতে নিন আকর্ষণীয়  পুরষ্কার। দেখুন বিশ্বকাপ, পড়ুন দেশ রূপান্তর।

গতকাল বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তর কার্যালয়ে চতুর্থ দিনের কুইজ ড্র অনুষ্ঠিত হয়। বিনোদন ইনচার্জ মাসিদ রণ’র উপস্থাপনায় সে সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন। তিনি তৃতীয় দিনের বিজয়ীর হাতে তুলে দেন পুরস্কার। পুরষ্কার পেয়ে স্কুলছাত্র আরাফ বলেন, ‘আমার অনেক ভালো লেগেছে এ পুরস্কারটি পেয়ে। আমি এখন এ ট্যাবে গেইম খেলতে পারব।’

পুরস্কার পর্ব শেষ হলে চতুর্থ  দিনের 'প্রতিদিনের কুইজ'-এর বিজয়ী নির্ধারণ করতে অজস্র কুইজ থেকে একটি কুপন বেছে নেন দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন। এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের কর্মকর্তা ইউসুফ কবির, সিনিয়র রিপোর্টার রেজাউল করিম লাবলু ও প্রযোজক লিটু হাসান।

পুরো আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক ও ইউটিউব পেজে।