আপডেট : ২৮ নভেম্বর, ২০২২ ২১:১৩
নেইমার-দানিলোর জায়গায় ফ্রেড আর মিলিতাও
অনলাইন ডেস্ক
মিশন হেক্সার বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। আজ রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। সার্বিয়াকে হারানোর ম্যাচে চোট থাবা বসিয়েছিল নেইমারকে। পরে দানিলোও আক্রান্ত হন ইনজুরিতে। তাতে আনতে হয় দুই পরিবর্তন।
দলের সেরা তারকা নেইমারের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন ফ্রেড। অন্যদিকে দানিলোর পরিবর্তে খেলতে নামছেন মিলিতাও।
ইতোমেধ্য দলটি তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। দলে রয়েছেন, অ্যালিসন, এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, ফ্রেড, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।