logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২ ১৪:০৭
পাকিস্তানে ফের শুরু আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ আহত ২৪
অনলাইন ডেস্ক

পাকিস্তানে ফের শুরু আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ আহত ২৪

পাকিস্তানি তালেবান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার করার পরপরই দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে পুলিশের একটি ভ্যানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের এক কর্মকর্তা ও বেসামরিক দুই নাগরিক রয়েছেন। আহতদের ২০ জনই পুলিশ সদস্য।

যে গাড়িটি লক্ষ্য করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি নিরাপত্তা কর্মকর্তাদের বহন করছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পোলিও টিকাদান কর্মসূচিতে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশের ওই সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

তালেবানরা গত জুনে সরকারের সাথে স্বাক্ষরিত শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার দুদিন পরই বুধবার কোয়েটায় এই হামলা চালানো হল। এর দায়ও স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গি সংগঠন ও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের অনুসারী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

সোমবার শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পাকিস্তানজুড়ে হামলা চালাতে জঙ্গি সদস্যদের প্রতি আহ্বান জানায় টিটিপি।

আরও পড়ুন...

পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তালেবানের