logo
আপডেট : ১ ডিসেম্বর, ২০২২ ০৩:৩৫
সৌদি আরবের বিপক্ষে জয় মেক্সিকোর
অনলাইন ডেস্ক

সৌদি আরবের বিপক্ষে জয় মেক্সিকোর

মাত্র পাঁচ মিনিটের দুই গোলে এগিয়ে যায় মেক্সিকো। দরকার ছিল আরেকটি গোল। কিন্তু উল্টো নিজেরাই গোল খেয়ে বসল। ফলে সৌদি আরবের বিপক্ষে জিতেও একরাশ হতাশা যোগ হলো মেক্সিকো শিবিরে। মেক্সিকোর চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বের টিকেট পেল পোল্যান্ড।

লুসাইল স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে সৌদি আরবকে ২-১ গোলে হারায় মেক্সিকো। একই সময়ে শুরু আরেক ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে হারে পোল্যান্ড।

অথচ ম্যাচের প্রথমার্ধটা ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটের সময় এগিয়ে যায় মেক্সিকানরা। হ্যানরি মার্টিন এগিয়ে নেওয়ার ৫ মিনিট পর লুইস শেভেজ আরও একটি গোল করেন। তাতে দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। আর একটি গোল হলেই নিশ্চিত হয়ে যেত পরের পর্ব। কিন্তু শেষ রক্ষা হয়নি। যোগ করা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে সালিম আল দাউসারির গোলে ব্যবধান কমায় সৌদি আরব।  

শেষ মুহূর্তে মেক্সিকো গোল খাওয়ার আগে শুধু ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে ছিল পোলিশরা।