logo
আপডেট : ১ ডিসেম্বর, ২০২২ ১৫:২১
আজ বিশ্ব এইডস দিবস
অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি
নিজস্ব প্রতিবেদক

অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’।

১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে থাকে। বাংলাদেশেও দিবসটি পালনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পৃথক বাণী দিয়েছেন। 

এইডস (অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম) হলো এক ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। এ রোগ এইচআইভি নামক ভাইরাসের কারণে হয়ে থাকে। এইচআইভি এমন একটি ভাইরাস, যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনা মহামারীর কারণে গত দুই বছর এইচআইভি/এইডস রোগীর সংখ্যা কমে এসেছে। ২০১৬ সালে ৫৭৮ জন রোগী শনাক্তের পর ২০১৭ সালে এ সংখ্যা বেড়ে ৮৬৫ জনে দাঁড়ায়। ২০১৮ সালে তা আরও বেড়ে ৮৬৯ জন হয় এবং ২০১৯ সালে ৯১৯ জন নতুন রোগী শনাক্ত হয়। কিন্তু করোনা মহামারীতে পরীক্ষা কম হওয়ায় ২০২০ সালে নতুন শনাক্ত রোগী কমে ৬৫৮ জনে নেমে আসে। তারপর ২০২১ সালে নতুন রোগী শনাক্ত হয় ৭২৯ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ বছর রোগী বাড়তে পারে।

বাংলাদেশের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুসারে, গত বছর এইচআইভি সংক্রমণ শনাক্ত হওয়া ৭২৯ জনের মধ্যে পুরুষ ৪২০, নারী ২১০ ও তৃতীয় লিঙ্গের ১২ জন। তাদের মধ্যে সাধারণ জনগোষ্ঠীর ১৮৬, রোহিঙ্গা ১৮৮, বিদেশফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্য ১৪৪, ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদকগ্রহণকারী ৬১, নারী যৌনকর্মী ১৭, সমকামী ৬৭, পুরুষ যৌনকর্মী ৫৩ ও তৃতীয় লিঙ্গের ১৩ জন রয়েছে।