গণমাধ্যমের জরিপকে যেন প্রাধান্য দিলো পর্তুগাল ফুটবলের টিম ম্যানেজমেন্ট। দেশটির ইন্টারনেট ব্যবহারকারি ৭০ শতাংশ মানুষের মতামত গুরুত্ব পেয়েছে। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার অভাব বুঝতে দেননি সতীর্থরা। উল্টো দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষে করেছে তারা।
রোনালদোকে প্রথম একাদশের বাইরে রেখেই মাঠে নামল পর্তুগাল। ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ স্টেজের ম্যাচে শেষ বার প্রথম একাদশে ছিলেন না সিআরসেভেন। এর পর আজ আবার বাদ পড়লেন। রোনালদোহীন পর্তুগাল কি করে সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সবাই। সেটা দেখতে ১৭ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি ভক্তদের।
সেটাও আবার করে দেখালেন রোনালদোর পরিবর্তে মাঠে নামা গঞ্জালো মাতিয়াস রামোস। স্বাভাবিক ভাবেই তাঁর নিজেকে প্রমাণ করার তাগিদ অনেক বেশি। এর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হল না ২১ বছরের রামোসকে। পর্তুগালের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয়েছে তার। আর মাঠে নেমেই চমকে দেন তিনি। বলটি পেয়ে গোলার মতো একটি শটে পর্তুগালকে ১-০ এগিয়ে দেন রামোস।
আরও ১৭ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় পর্তুগীজরা। কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে বুলেট হেডারে সুইসদের জালে জড়ান ৩৯ বছর বয়সী পেপে। তাতে পর্তুগাল ২ গোলের লিড নেন। এই গোলের পর রোনাল্ডো আর বেঞ্চে বসে থাকতে পারলেন না। মাঠে নেমে সেলিব্রেশনে মাতলেন।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে পর্তুগাল।