logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৩
এনরিকের বিদায়, স্পেনের নতুন কোচ লুইস
ক্রীড়া ডেস্ক

এনরিকের বিদায়, স্পেনের নতুন কোচ লুইস

স্পেনের নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: এএফপি

কাতারে নিজেদের লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে স্পেন। শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলটির বিদায়ের পর থেকে কোচ লুইস এনরিকের দায়িত্ব ছেড়েছেন। তার জায়গায় নতুন কোচ হয়েছেন আরেক স্প্যানিয়ার্ড লুইস দে লা ফুয়েন্তে।

আজ নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এনরিকের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর আগে ৫২ বছর বয়সী এই কোচ বিশ্বকাপ থেকে বিদায়ের দায় নিজের কাঁধেই নিয়েছিলেন।

এনরিকের বিকল্প হিসেবে শুরুতে বেশ কয়েকটি নাম সামনে এসেছিল। যাদের মধ্যে অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কোচ মার্সেলিনো, বেলজিয়ামের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ এবং স্পেন অনূর্ধ্ব–২৩ দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের নাম বিশেষভাবে শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত লুস দে লা ফুয়েন্তেকেই শেষ পর্যন্ত নিয়োগ দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

কাতারে বিশ্বকাপটা অবশ্য দারুণভাবেই শুরু করেছিল স্পেন। নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭–০ গোলে উড়িয়ে শুভসূচনা পায় স্পেন। তবে জার্মানির সঙ্গে পরের ম্যাচে ড্র করার পর শেষ ম্যাচে হেরে যায় জাপানের কাছে।

গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ওঠা স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল মরক্কোকে। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গোল করতে না পারায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে।

যেখানে স্পেনের তিনজন শট নিয়েও বল জালে জড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় স্পেনকে। ম্যাচে ১০১৯টি পাস খেলেও কোনো গোল না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় স্পেনকে। সমালোচনার মুখে ছিলেন কোচ এনরিকেও। যে ধারাবাহিকতায় এখন তাকে বিদায় নিতে হলো।