আপডেট : ৮ ডিসেম্বর, ২০২২ ২১:২৩
বিশ্বকাপে মেসির চেয়েও অভিজ্ঞ তিনি
অনলাইন ডেস্ক
হুবার্ট বিলার ৭৬ বছর বয়সী একজন জার্মান। কাতার বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়েছেন। স্টেডিয়াম ৯৭৪-এ ছিলে মিডিয়া অপাশেন্সের দায়িত্বে।
তার প্রথম বিশ্বকাপে অংশগ্রহন ২০০৬ সালে, স্বদেশে আয়োজিত টুর্নামেন্টে। তারপর থেকেই নিয়মিত বিশ্বকাপে বিলার।
এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি মাঝেমধ্যে মজা করে বলি মেসির চেয়েও বিশ্বকাপে অংশগ্রহনের অভিজ্ঞতা বেশি আমার।'
বিশ্বকাপে মেসির প্রথম পদচারণা ২০০৬ সালেই। সেবার তিনি সার্বিয়া অ্যান্ড মন্টিনেগ্রোর বিপক্ষে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন।