logo
আপডেট : ১৫ মার্চ, ২০২৩ ১৮:২৫
৭ বর্ণ বাদ দেওয়ার স্ক্রিনশট গুজব: সেলিনা হোসেন
নিজস্ব প্রতিবেদক

৭ বর্ণ বাদ দেওয়ার স্ক্রিনশট গুজব: সেলিনা হোসেন

বাংলা বর্ণমালা থেকে ৭টি বর্ণ বাদ দেওয়ার যে স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া। বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ওই স্ক্রিনশটে সেলিনা হোসেনের বরাত দিয়ে দাবি করা হয় যে,‌ ‘আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে ‘।

এ বিষয়ে সেলিনা হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। শুধু শুনেছি। বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে তারা গুজব রটাচ্ছে’।