logo
আপডেট : ১৯ মার্চ, ২০২৩ ০০:২২
‘তাওহিদ হৃদয় ডাকলে ভালো লাগে’
অনলাইন ডেস্ক

‘তাওহিদ হৃদয় ডাকলে ভালো লাগে’

তাওহিদ হৃদয়।

‘আমার নাম হচ্ছে আসলে তাওহিদ হৃদয়, সবাই তৌহিদ হৃদয় ডাকে।’- আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংসের পর সংবাদ সম্মেলনে এসে নিজের নাম বিভ্রাট নিয়ে এভাবেই বললেন তাওহিদ হৃদয়।

তরুণ এই ক্রিকেটার হেসে আরও বলেন, ‘তাওহিদ হৃদয় ডাকলে খুব ভালো লাগে। কারণ তাওহিদের একটা খুব সুন্দর অর্থ আছে তো।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় হৃদয়ের। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটা ১৮৩ রানের ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। রানে হিসেবে যা টাইগারদের সবচেয়ে বড় জয়।

এ ম্যাচে ম্যাচসেরা হন হৃদয়। অভিষেক ওয়ানডেতে তিনি খেলেন ৮৫ বলে ৯২ রানের ইনিংস। সঙ্গে সাকিব আল হাসানের ৯৩ রানের ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে ৩৩৮ রানের পুঁজি পায়। যেটাও নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় নিজের নামের বানান নিয়ে বিভ্রান্তি দূর করেন সবার আগে। সঠিক বানান জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার আসল নাম হচ্ছে তাওহিদ হৃদয়। সবাই তৌহিদ হৃদয় বলে। আমি এটা অনেক জায়গাতেই বলেছি। যখন থেকে অনূর্ধ্ব-১৯ দলে খেলি তখন থেকেই। কিছু জায়গায় দেখি ঠিক লিখে। তবে এখন দেখি বেশির ভাগ জায়গায় এটা (তৌহিদ) চলছে।’