অডিওবার্তায় খাশোগির হত্যাকারী ‘কীভাবে কাটতে হয় আমি জানি’
রূপান্তর ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার সময় এক ঘাতক বলেছে, আমি জানি কীভাবে কাটতে হয়। তুরস্ক ওই হত্যাকারিকে যে অডিও ক্লিপ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছে পাঠিয়েছে তাতে এ কথা শোনা যায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
শুক্রবার এরদোয়ান তুরস্কের ইস্তাম্বুলে কনস্যুলেটে সৌদি আরবের পাঠানো কিলিং স্কোয়াডের হাতে খুনের শিকার জামাল খাশোগির হত্যা নিয়ে এ তথ্য দেন। তিনি এ সময় খাশোগি হত্যা নিয়ে সৌদি আরবের বারবার অবস্থান পরিবর্তনের নিন্দা জানান।
ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডাসহ অন্যান্য দেশে আমরা এই হত্যাকা-ের রেকর্ড পাঠিয়েছি। খাশোগির হত্যাকারী ওই ব্যক্তি স্পষ্টতই বলছেন, ‘আমি জানি কীভাবে কাটতে হয়।’ ওই ব্যক্তি একজন সেনাসদস্য। এসব বিষয় অডিও রেকর্ডিংয়ের মধ্যে আছে।’
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন খাশোগি। প্রথম দিকে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে ওই হত্যার দায় স্বীকার করে সৌদি। কনস্যুলেটের ভেতরেই সৌদি কর্মকর্তারা খাশোগিকে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়। ওই ঘটনা বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার সময় এক ঘাতক বলেছে, আমি জানি কীভাবে কাটতে হয়। তুরস্ক ওই হত্যাকারিকে যে অডিও ক্লিপ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছে পাঠিয়েছে তাতে এ কথা শোনা যায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
শুক্রবার এরদোয়ান তুরস্কের ইস্তাম্বুলে কনস্যুলেটে সৌদি আরবের পাঠানো কিলিং স্কোয়াডের হাতে খুনের শিকার জামাল খাশোগির হত্যা নিয়ে এ তথ্য দেন। তিনি এ সময় খাশোগি হত্যা নিয়ে সৌদি আরবের বারবার অবস্থান পরিবর্তনের নিন্দা জানান।
ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডাসহ অন্যান্য দেশে আমরা এই হত্যাকা-ের রেকর্ড পাঠিয়েছি। খাশোগির হত্যাকারী ওই ব্যক্তি স্পষ্টতই বলছেন, ‘আমি জানি কীভাবে কাটতে হয়।’ ওই ব্যক্তি একজন সেনাসদস্য। এসব বিষয় অডিও রেকর্ডিংয়ের মধ্যে আছে।’
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন খাশোগি। প্রথম দিকে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে ওই হত্যার দায় স্বীকার করে সৌদি। কনস্যুলেটের ভেতরেই সৌদি কর্মকর্তারা খাশোগিকে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়। ওই ঘটনা বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।