পূজার প্রসাদ খেয়ে ১২ জনের মৃত্যু
রূপান্তর ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্দিরে পূজার প্রসাদ খেয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাজ্যের চমারাজনগর জেলার সুলাওয়ারি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মারাম্মা নামের মন্দিরটি প্রতিষ্ঠার পর সেখানে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ভক্তরা। পেটে যন্ত্রণা ও বমি শুরু হয়। তাদের তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। ভর্তি হওয়া ৮২ জনের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। পুলিশ বলছে, মৃত ভক্তদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া ভাত ‘নষ্ট ছিল’ বলে ধারণা স্বাস্থ্য কর্তকর্তাদের। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে।
মারাম্মা মন্দিরের এক ভক্ত বলেন, ‘আমাদের যে টমেটো ভাত দেওয়া হয়েছিল তাতে গন্ধ ছিল। যারা সেটি ফেলে দিয়েছিল তারা সবাই ভালো আছে। আরা যারা খেয়েছিল, তারা খাওয়ার পরপরই বমি করা শুরু করে ও পেট ব্যথার কথা জানায়।’
চমারাজনগর জেলার স্বাস্থ্য কর্মকর্তা বলেন, প্রসাদে বিষাক্ত কিছু থাকায় এই দুর্ঘটনা ঘটে। এই প্রসাদ পরীক্ষা করার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এই মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্দিরে পূজার প্রসাদ খেয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাজ্যের চমারাজনগর জেলার সুলাওয়ারি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মারাম্মা নামের মন্দিরটি প্রতিষ্ঠার পর সেখানে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ভক্তরা। পেটে যন্ত্রণা ও বমি শুরু হয়। তাদের তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। ভর্তি হওয়া ৮২ জনের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। পুলিশ বলছে, মৃত ভক্তদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া ভাত ‘নষ্ট ছিল’ বলে ধারণা স্বাস্থ্য কর্তকর্তাদের। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে।
মারাম্মা মন্দিরের এক ভক্ত বলেন, ‘আমাদের যে টমেটো ভাত দেওয়া হয়েছিল তাতে গন্ধ ছিল। যারা সেটি ফেলে দিয়েছিল তারা সবাই ভালো আছে। আরা যারা খেয়েছিল, তারা খাওয়ার পরপরই বমি করা শুরু করে ও পেট ব্যথার কথা জানায়।’
চমারাজনগর জেলার স্বাস্থ্য কর্মকর্তা বলেন, প্রসাদে বিষাক্ত কিছু থাকায় এই দুর্ঘটনা ঘটে। এই প্রসাদ পরীক্ষা করার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এই মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ রুপি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।