জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি অস্ট্রেলিয়ার
রূপান্তর ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিভিন্ন মহলের বিরোধিতা সত্ত্বেও পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। এমন সিদ্ধান্ত নিতে অস্ট্রেলিয়াকে কয়েক দশকের মধ্যপ্রাচ্য নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সিডনিতে স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন। জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণের বিষয়টি মেনে নিলেও তেল আবিব থেকে এখনই দূতাবাস সরানো হবে না বলেও জানিয়েছেন মরিসন। একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের আকাক্সক্ষার প্রতিও অস্ট্রেলিয়ার স্বীকৃতি রয়েছে বলেন তিনি।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি অর্জিত হওয়ার পরই অস্ট্রেলিয়া তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনবে, এমন বক্তব্যও দেন মরিসন। তবে এই মধ্যবর্তী সময়ে জেরুজালেমে অস্ট্রেলিয়ার একটি প্রতিরক্ষা ও বাণিজ্যিক কার্যালয় থাকবে।
এদিকে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ইসরায়েল ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইছে। এই কাজে তারা কখনোই সফল হতে পারবে না। তিনি আরো বলেন, ‘যদি ভেবে থাকো কয়েকটি দূতাবাস আর কনস্যুলেট সরিয়ে নিয়ে জেরুজালেমের আধ্যাত্মিক পরিচয় নষ্ট করতে পারবে, তাহলে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছো।’
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিভিন্ন মহলের বিরোধিতা সত্ত্বেও পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। এমন সিদ্ধান্ত নিতে অস্ট্রেলিয়াকে কয়েক দশকের মধ্যপ্রাচ্য নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বিবিসি জানিয়েছে, গতকাল শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সিডনিতে স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেন। জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণের বিষয়টি মেনে নিলেও তেল আবিব থেকে এখনই দূতাবাস সরানো হবে না বলেও জানিয়েছেন মরিসন। একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনিদের আকাক্সক্ষার প্রতিও অস্ট্রেলিয়ার স্বীকৃতি রয়েছে বলেন তিনি।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি অর্জিত হওয়ার পরই অস্ট্রেলিয়া তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে আনবে, এমন বক্তব্যও দেন মরিসন। তবে এই মধ্যবর্তী সময়ে জেরুজালেমে অস্ট্রেলিয়ার একটি প্রতিরক্ষা ও বাণিজ্যিক কার্যালয় থাকবে।
এদিকে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ইসরায়েল ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইছে। এই কাজে তারা কখনোই সফল হতে পারবে না। তিনি আরো বলেন, ‘যদি ভেবে থাকো কয়েকটি দূতাবাস আর কনস্যুলেট সরিয়ে নিয়ে জেরুজালেমের আধ্যাত্মিক পরিচয় নষ্ট করতে পারবে, তাহলে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছো।’