ঝিনুক খেতে গিয়ে পেলেন মুক্তোর খণ্ড
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
প্রতীকী ছবি
গত ৫ ডিসেম্বর নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল ওয়েস্টার রেস্তোরাঁয় ঢুকে পছন্দমতো ঝিনুকের রোস্টের জন্য অর্ডার দেয় তারা। কিন্তু খাওয়া শুরু করলে দাঁতে শক্ত মত কিছু একটা ঠেকে। প্রথমে তো ভয় পেয়ে যান দুজনেই। একটু পরে মুখের সেই শক্ত জিনিসটি বের করে দেখেন এ যে চকচকে একটি মুক্তোর টুকরো।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

প্রতীকী ছবি
গত ৫ ডিসেম্বর নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল ওয়েস্টার রেস্তোরাঁয় ঢুকে পছন্দমতো ঝিনুকের রোস্টের জন্য অর্ডার দেয় তারা। কিন্তু খাওয়া শুরু করলে দাঁতে শক্ত মত কিছু একটা ঠেকে। প্রথমে তো ভয় পেয়ে যান দুজনেই। একটু পরে মুখের সেই শক্ত জিনিসটি বের করে দেখেন এ যে চকচকে একটি মুক্তোর টুকরো।
শেয়ার করুন