নাসিরনগরে ঐক্যফ্রন্ট প্রার্থীকে হুমকির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামানকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে নাসিরনগর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
ঐক্যফ্রন্টের প্রার্থী অভিযোগ করে বলেন, মহাজোট প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম নিজে ও তার নেতাকর্মীরা আচরণবিধি মানছেন না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলায় পুলিশ গ্রেফতার এবং হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা শঙ্কিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, সিনিয়র সহসভাপতি ওমরাও খান, যুগ্ম সম্পাদক আজিজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামানকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে নাসিরনগর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
ঐক্যফ্রন্টের প্রার্থী অভিযোগ করে বলেন, মহাজোট প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম নিজে ও তার নেতাকর্মীরা আচরণবিধি মানছেন না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলায় পুলিশ গ্রেফতার এবং হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে তারা শঙ্কিত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য সাফি মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, সিনিয়র সহসভাপতি ওমরাও খান, যুগ্ম সম্পাদক আজিজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।