রাজশাহীতে জেঁকে বসছে শীত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
শীত আর গরম দুই-ই আলোচনায় থাকে রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চল। ডিসেম্বর মাস শুরু হলেও রুক্ষ আবহাওয়া দেখে অনেকেই বলছিলেন, এখনো শীত না এলে আসবে কখন? কিন্তু ক’দিনেই বদলে গেছে সেই অবস্থা। নি¤œচাপের প্রভাবে বৃষ্টির পর রাজশাহীতে জেঁকে বসেছে শীত। যতই দিন যাচ্ছে, বাড়ছে শীতের প্রকোপ। হু হু করে চাহিদাও বাড়ছে গরম কাপড়ের।
শহরের সাহেববাজার, নিউমার্কেট, কোর্টবাজার, বিনোদপুর, সিএন্ডবি মোড়, রেলগেট, লক্ষ্মীপুরের ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় দেখা যাচ্ছে। সেখানে সোয়েটার, জ্যাকেট, শাল, টুপি, হাতমোজা ও কানটুপিরই চাহিদা বেশি।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বৃষ্টির পর থেকেই বেড়েছে শীত। এই মাসে শীতের প্রকোপ আরো বাড়বে। বাড়বে কুয়াশাও।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

শীত আর গরম দুই-ই আলোচনায় থাকে রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চল। ডিসেম্বর মাস শুরু হলেও রুক্ষ আবহাওয়া দেখে অনেকেই বলছিলেন, এখনো শীত না এলে আসবে কখন? কিন্তু ক’দিনেই বদলে গেছে সেই অবস্থা। নি¤œচাপের প্রভাবে বৃষ্টির পর রাজশাহীতে জেঁকে বসেছে শীত। যতই দিন যাচ্ছে, বাড়ছে শীতের প্রকোপ। হু হু করে চাহিদাও বাড়ছে গরম কাপড়ের।
শহরের সাহেববাজার, নিউমার্কেট, কোর্টবাজার, বিনোদপুর, সিএন্ডবি মোড়, রেলগেট, লক্ষ্মীপুরের ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় দেখা যাচ্ছে। সেখানে সোয়েটার, জ্যাকেট, শাল, টুপি, হাতমোজা ও কানটুপিরই চাহিদা বেশি।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বৃষ্টির পর থেকেই বেড়েছে শীত। এই মাসে শীতের প্রকোপ আরো বাড়বে। বাড়বে কুয়াশাও।
শেয়ার করুন