ফুলেল শুভেচ্ছায় মাশরাফীকে বরণ
নড়াইল প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করা হলো। গতকাল শনিবার বেলা পৌনে ৩টার দিকে সড়কপথে ঢাকা থেকে কালনাঘাটে পৌঁছালে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা তাকে বরণ করে নেয়। এ সময় মাশরাফীও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
মাশরাফী পৌঁছার পর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মধুমতি নদীর পশ্চিম পারের কালনাঘাট এলাকা। এ সময় ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। মাশরাফীকে ফুল দিয়ে বরণ করে নেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনুসহ সংগঠনের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মাশরাফী।
এর আগে সকাল ১০টার দিকে নড়াইল শহর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্রিকেটপ্রেমী ও মাশরাফীভক্তরা কালনাঘাটে জড়ো হয়। চার ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী সেখানে আসেন। তাকে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাশরাফীর নির্বাচনী এলাকায় আসতে দেরি হলো। তবে আওয়ামী লীগ নেতাকর্মী, ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা তার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, নড়াইল সদরের আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নড়াইল-২ আসনে তিন লক্ষাধিক ভোটার রয়েছে। এই আসনে মাশরাফী ছাড়াও লড়ছেন আরো ছয় প্রার্থী।
শেয়ার করুন
নড়াইল প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় বরণ করা হলো। গতকাল শনিবার বেলা পৌনে ৩টার দিকে সড়কপথে ঢাকা থেকে কালনাঘাটে পৌঁছালে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা তাকে বরণ করে নেয়। এ সময় মাশরাফীও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
মাশরাফী পৌঁছার পর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মধুমতি নদীর পশ্চিম পারের কালনাঘাট এলাকা। এ সময় ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। মাশরাফীকে ফুল দিয়ে বরণ করে নেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনুসহ সংগঠনের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মাশরাফী।
এর আগে সকাল ১০টার দিকে নড়াইল শহর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্রিকেটপ্রেমী ও মাশরাফীভক্তরা কালনাঘাটে জড়ো হয়। চার ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী সেখানে আসেন। তাকে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাশরাফীর নির্বাচনী এলাকায় আসতে দেরি হলো। তবে আওয়ামী লীগ নেতাকর্মী, ভক্ত ও ক্রিকেটপ্রেমীরা তার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, নড়াইল সদরের আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নড়াইল-২ আসনে তিন লক্ষাধিক ভোটার রয়েছে। এই আসনে মাশরাফী ছাড়াও লড়ছেন আরো ছয় প্রার্থী।