দুর্ঘটনার পর পুলিশের ওপর হামলা, আহত ২ গ্রেপ্তার ১০
গাইবান্ধা প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে মামলায় গ্রেপ্তার হয়েছে ১০ জন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সাদুল্লাপুর উপজেলায়।
সাদুল্লাপুর থানার পুলিশ ও ইউপি চেয়ারম্যান জানান, ওইদিন জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ম-ল ব্যক্তিগত প্রাইভেটকারে সাদুল্লাপুর উপজেলা শহরের ওপর দিয়ে জামালপুরের খোর্দ রসুলপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে প্রাইভেটকারটি সাদুল্লাপুর-মীরপুর সড়কের নলডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে এক বৃদ্ধার গায়ে ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রেজাউল করিম রেজাসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
শেয়ার করুন
গাইবান্ধা প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে মামলায় গ্রেপ্তার হয়েছে ১০ জন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সাদুল্লাপুর উপজেলায়।
সাদুল্লাপুর থানার পুলিশ ও ইউপি চেয়ারম্যান জানান, ওইদিন জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ম-ল ব্যক্তিগত প্রাইভেটকারে সাদুল্লাপুর উপজেলা শহরের ওপর দিয়ে জামালপুরের খোর্দ রসুলপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে প্রাইভেটকারটি সাদুল্লাপুর-মীরপুর সড়কের নলডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে এক বৃদ্ধার গায়ে ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রেজাউল করিম রেজাসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
শেয়ার করুন