রূপপুর প্রকল্পে ক্রেন ভেঙে শ্রমিক নিহত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্রেন ভেঙে রাফিকুল ইসলাম শিখন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত শিখন পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের নবাব আলী প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলছে। শুক্রবার রাত ৭টার দিকে হঠাৎ মূল প্রকল্পের ভেতরে কাজের সময় একটি ক্রেন ভেঙে গেলে শিখন তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জুয়েল নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেয়ার করুন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্রেন ভেঙে রাফিকুল ইসলাম শিখন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত শিখন পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের নবাব আলী প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলছে। শুক্রবার রাত ৭টার দিকে হঠাৎ মূল প্রকল্পের ভেতরে কাজের সময় একটি ক্রেন ভেঙে গেলে শিখন তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় জুয়েল নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেয়ার করুন