পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল রোববার চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটির সেনাবাহিনী। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে উড়িষ্যা উপকূলের ড. আবুল কালাম দ্বীপ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।
এ নিয়ে সপ্তমবারের মতো অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি একই ঘাঁটি থেকে সর্বশেষ সফল পরীক্ষা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড (এসএফসি)।
পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ে যাবতীয় লক্ষ্য অর্জন করার দাবি করে ভারতের প্রতিরক্ষা বাহিনী এই পরীক্ষাকে ‘সম্পূর্ণ সফল’ বলে অভিহিত করেছে। খবরে বলা হয়েছে, একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপক থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হয়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল রোববার চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটির সেনাবাহিনী। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে উড়িষ্যা উপকূলের ড. আবুল কালাম দ্বীপ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।
এ নিয়ে সপ্তমবারের মতো অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি একই ঘাঁটি থেকে সর্বশেষ সফল পরীক্ষা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড (এসএফসি)।
পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ে যাবতীয় লক্ষ্য অর্জন করার দাবি করে ভারতের প্রতিরক্ষা বাহিনী এই পরীক্ষাকে ‘সম্পূর্ণ সফল’ বলে অভিহিত করেছে। খবরে বলা হয়েছে, একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপক থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হয়।