নিরাপত্তা চেয়ে ধানের শীষের প্রার্থীর জিডি
চট্টগ্রাম ব্যুরো | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। গত শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানায় এ জিডি করা হয়।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আবু সুফিয়ান বলেন, ‘আমার নির্বাচনী অফিসে তিনবার হামলা হয়েছে। সর্বশেষ শনিবার রাতে বোমা হামলা হয়েছে। এ হামলা ছিল পরিকল্পিত ও নৃশংস। দুই শতাধিক সন্ত্রাসী মুখ বেঁধে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে একটি পিকআপ, একটি কার, ১০টি মোটরসাইকেল ও দুটি সিএনজি অটোরিকশা, অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
গত ১০ দিনে শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সহসাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, মো. ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। গত শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানায় এ জিডি করা হয়।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আবু সুফিয়ান বলেন, ‘আমার নির্বাচনী অফিসে তিনবার হামলা হয়েছে। সর্বশেষ শনিবার রাতে বোমা হামলা হয়েছে। এ হামলা ছিল পরিকল্পিত ও নৃশংস। দুই শতাধিক সন্ত্রাসী মুখ বেঁধে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে একটি পিকআপ, একটি কার, ১০টি মোটরসাইকেল ও দুটি সিএনজি অটোরিকশা, অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’
গত ১০ দিনে শতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সহসাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, মো. ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।