বন্ধু রক্ষার লড়াই
রূপান্তর ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পৃথিবীজুড়ে চলে শিকার আর শিকারির খেলা। এরই মাঝে শিকারির হাত থেকে শিকারকে রক্ষার গল্পও তৈরি হয়। শিকারি ঈগলের হাত থেকে বন্ধু সীগালকে বাঁচাতে আরেক সীগালের আক্রমণ চেষ্টা তেমনি এক প্রতিরোধের গল্প হয়ে ধরা দেয় যুক্তরাষ্ট্রের আলোকচিত্রী ডেভিড ক্যানালেসের ক্যামেরায়। তিনি এই ছবিটি আলাস্কা থেকে তুলেছেন। ক্যানালেসের ভাষায়, ‘হঠাৎ করেই ঈগলটি একটি সীগালকে আক্রমণ করে। সবকিছু এত দ্রুত হচ্ছিল যে এর নাটকীয়তা বুঝতে পারি পরে। আমি অবাক হয়ে দেখছিলাম ঈগলটিকে অন্য সীগালেরা ধাওয়া করে। এর মধ্যে একটি সীগাল ঈগলটির মাথায় ঠোকর দেওয়ার চেষ্টা করে।’ সূত্র : ডেইলি মেইল
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পৃথিবীজুড়ে চলে শিকার আর শিকারির খেলা। এরই মাঝে শিকারির হাত থেকে শিকারকে রক্ষার গল্পও তৈরি হয়। শিকারি ঈগলের হাত থেকে বন্ধু সীগালকে বাঁচাতে আরেক সীগালের আক্রমণ চেষ্টা তেমনি এক প্রতিরোধের গল্প হয়ে ধরা দেয় যুক্তরাষ্ট্রের আলোকচিত্রী ডেভিড ক্যানালেসের ক্যামেরায়। তিনি এই ছবিটি আলাস্কা থেকে তুলেছেন। ক্যানালেসের ভাষায়, ‘হঠাৎ করেই ঈগলটি একটি সীগালকে আক্রমণ করে। সবকিছু এত দ্রুত হচ্ছিল যে এর নাটকীয়তা বুঝতে পারি পরে। আমি অবাক হয়ে দেখছিলাম ঈগলটিকে অন্য সীগালেরা ধাওয়া করে। এর মধ্যে একটি সীগাল ঈগলটির মাথায় ঠোকর দেওয়ার চেষ্টা করে।’ সূত্র : ডেইলি মেইল
শেয়ার করুন