স্লোম্যান সান্তা
| ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও বড়দিন উদযাপনে পিছিয়ে নেই চীনের হেইলংঝিয়াং প্রদেশের বাসিন্দারা। আইস সিটি নামে হারবিন শহরে বড়দিন উপলক্ষে দুই হাজারের বেশি মানুষ সমবেত হয়েছিল শীতের মাঝে বড়দিন উদযাপনে। প্রায় দুই হাজার ১৯টি স্নোম্যান তৈরি করা হয় এ সময়। আর বরফে তৈরি এই স্নোম্যানদের এবার সান্তা সাজ ছাড়াও ঐতিহ্যবাবী হ্যাট পরানো হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ এই শহরে বরফে তৈরি বিভিন্ন ভাষ্কর্য দেখতে আসে। সূত্র : ডেইলি মেইল।
শেয়ার করুন
| ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও বড়দিন উদযাপনে পিছিয়ে নেই চীনের হেইলংঝিয়াং প্রদেশের বাসিন্দারা। আইস সিটি নামে হারবিন শহরে বড়দিন উপলক্ষে দুই হাজারের বেশি মানুষ সমবেত হয়েছিল শীতের মাঝে বড়দিন উদযাপনে। প্রায় দুই হাজার ১৯টি স্নোম্যান তৈরি করা হয় এ সময়। আর বরফে তৈরি এই স্নোম্যানদের এবার সান্তা সাজ ছাড়াও ঐতিহ্যবাবী হ্যাট পরানো হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ এই শহরে বরফে তৈরি বিভিন্ন ভাষ্কর্য দেখতে আসে। সূত্র : ডেইলি মেইল।
শেয়ার করুন