চাঁদপুর-৪ আসন নির্বাচন স্থগিতের দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চাঁদপুর-৪ আসনের (ফরিদগঞ্জ) নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল হান্নান। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করতে হবে অথবা তার প্রার্থিতা ফিরিয়ে দিতে হবে। এর আগে সোনালী ব্যাংকের একটি মামলায় নাম থাকায় তার প্রার্থিতা স্থগিত করে আপিল বিভাগ।
সাংবাদ সম্মেলনে আবদুল হান্নান বলেন, তিনি পেশায় ব্যাংকার এবং একটি ব্যাংকের পরিচালক। তার সিবিআই রিপোর্ট পরিষ্কার। কোথাও তিনি ঋণখেলাপি নন। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্দ দিয়েছে। তিনি প্রচার চালাচ্ছেন। এ সময় সোনালী ব্যাংক ২০০০ সালের একটি মামলার ৪ নম্বরে তার নাম আছে উল্লেখ করে তার প্রার্থিতা স্থগিতের আবেদন করে, যা সম্পূর্ণ অন্যায় ও অবৈধ। ব্যাংকিং আইন, আরপিও, কোনোভাবে তার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। আদালতে তিনি সম্পূর্ণভাবে ন্যায়বিচারবঞ্চিত হয়েছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চাঁদপুর-৪ আসনের (ফরিদগঞ্জ) নির্বাচন স্থগিত করে পুনরায় তফসিল দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল হান্নান। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করতে হবে অথবা তার প্রার্থিতা ফিরিয়ে দিতে হবে। এর আগে সোনালী ব্যাংকের একটি মামলায় নাম থাকায় তার প্রার্থিতা স্থগিত করে আপিল বিভাগ।
সাংবাদ সম্মেলনে আবদুল হান্নান বলেন, তিনি পেশায় ব্যাংকার এবং একটি ব্যাংকের পরিচালক। তার সিবিআই রিপোর্ট পরিষ্কার। কোথাও তিনি ঋণখেলাপি নন। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখে প্রতীক বরাদ্দ দিয়েছে। তিনি প্রচার চালাচ্ছেন। এ সময় সোনালী ব্যাংক ২০০০ সালের একটি মামলার ৪ নম্বরে তার নাম আছে উল্লেখ করে তার প্রার্থিতা স্থগিতের আবেদন করে, যা সম্পূর্ণ অন্যায় ও অবৈধ। ব্যাংকিং আইন, আরপিও, কোনোভাবে তার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। আদালতে তিনি সম্পূর্ণভাবে ন্যায়বিচারবঞ্চিত হয়েছেন।