ক্যানসার বোঝার নতুন পন্থা
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ক্যানসারের বিষয়ে আরো স্বচ্ছ ধারণা পেতে টিউমারের ত্রিমাত্রিক মডেল বানিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ভার্চুয়াল রিয়্যালিটিকে (ভিআর) কাজে লাগিয়ে এর মাধ্যমে একজন রোগীর টিউমার নমুনা সব দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যাবে। গবেষকদের বরাতে বিবিসি জানায়, এ উদ্ভাবনের মধ্য দিয়ে ক্যানসার সম্বন্ধে মানুষের বোঝাপড়া বাড়বে। একই সঙ্গে এটি ক্যানসারের নতুন চিকিৎসা খুঁজে বের করতে সাহায্য করবে। প্রকল্পটি আন্তর্জাতিক একটি গবেষণা পরিকল্পনার অংশ। এর সঙ্গে যুক্ত ক্যানসার রিসার্চ ইউকে কেমব্রিজ ইনস্টিটিউটের (সিআরইউকে) পরিচালক অধ্যাপক গ্রেগ হ্যানন বলেন, ‘এর আগে টিউমারের পরিধি নিয়ে এত বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চালায়নি কেউই; এটি ক্যানসার বোঝার নতুন পন্থা।’ ‘ভার্চুয়াল টিউমার’ নামের প্রকল্পটি সিআরইউকের গ্র্যান্ড চ্যালেঞ্জ অ্যাওয়ার্ডসের অংশ।
এতে একটি ‘ভার্চুয়াল’ গবেষণাগারে ক্যানসার পরীক্ষা-নিরীক্ষায় সম্পৃক্তদের ছবি ভাসে। আর ক্যানসারকে উপস্থাপন করা হয় নানা রঙের বুদবুদ আকারে। এ প্রক্রিয়ায় একটি পিনের অগ্রভাগের সমান মানুষের টিস্যুগুলোকে কয়েক মিটার বড় করে দেখা সম্ভব। এ ছাড়া টিউমারকে আরো নিখুঁতভাবে বিশ্লেষণ করতে ভিআর পদ্ধতির সাহায্যে কোষের মধ্য দিয়ে ‘উড়ে যাওয়া যাবে’। এতে কোন জিনগুলো ক্যানসার দূর করতে সাহায্য করে এবং এগুলো ঠিকমতো কাজ না করলে কী হয়, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ত্রিমাত্রিক টিউমার মডেল নিয়ে তিনি বিবিসিকে বলেন, নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে ক্যানসার কোষগুলোর পারস্পরিক যোগাযোগ বোঝা গুরুত্বপূর্ণ।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ক্যানসারের বিষয়ে আরো স্বচ্ছ ধারণা পেতে টিউমারের ত্রিমাত্রিক মডেল বানিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ভার্চুয়াল রিয়্যালিটিকে (ভিআর) কাজে লাগিয়ে এর মাধ্যমে একজন রোগীর টিউমার নমুনা সব দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা যাবে। গবেষকদের বরাতে বিবিসি জানায়, এ উদ্ভাবনের মধ্য দিয়ে ক্যানসার সম্বন্ধে মানুষের বোঝাপড়া বাড়বে। একই সঙ্গে এটি ক্যানসারের নতুন চিকিৎসা খুঁজে বের করতে সাহায্য করবে। প্রকল্পটি আন্তর্জাতিক একটি গবেষণা পরিকল্পনার অংশ। এর সঙ্গে যুক্ত ক্যানসার রিসার্চ ইউকে কেমব্রিজ ইনস্টিটিউটের (সিআরইউকে) পরিচালক অধ্যাপক গ্রেগ হ্যানন বলেন, ‘এর আগে টিউমারের পরিধি নিয়ে এত বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চালায়নি কেউই; এটি ক্যানসার বোঝার নতুন পন্থা।’ ‘ভার্চুয়াল টিউমার’ নামের প্রকল্পটি সিআরইউকের গ্র্যান্ড চ্যালেঞ্জ অ্যাওয়ার্ডসের অংশ।
এতে একটি ‘ভার্চুয়াল’ গবেষণাগারে ক্যানসার পরীক্ষা-নিরীক্ষায় সম্পৃক্তদের ছবি ভাসে। আর ক্যানসারকে উপস্থাপন করা হয় নানা রঙের বুদবুদ আকারে। এ প্রক্রিয়ায় একটি পিনের অগ্রভাগের সমান মানুষের টিস্যুগুলোকে কয়েক মিটার বড় করে দেখা সম্ভব। এ ছাড়া টিউমারকে আরো নিখুঁতভাবে বিশ্লেষণ করতে ভিআর পদ্ধতির সাহায্যে কোষের মধ্য দিয়ে ‘উড়ে যাওয়া যাবে’। এতে কোন জিনগুলো ক্যানসার দূর করতে সাহায্য করে এবং এগুলো ঠিকমতো কাজ না করলে কী হয়, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ত্রিমাত্রিক টিউমার মডেল নিয়ে তিনি বিবিসিকে বলেন, নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে ক্যানসার কোষগুলোর পারস্পরিক যোগাযোগ বোঝা গুরুত্বপূর্ণ।