প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল সুদান
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
প্রেসিডেন্ট ওমর বশিরের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুদানের রাজপথ। বিক্ষোভ ঠেকাতে দেশটির পুলিশ রাবার বুলেটের পাশাপাশি গুলি করেছে এমন অভিযোগের কথা জানিয়েছে আলজাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সুদানের রাজধানী খার্তুমের কেন্দ্রস্থলে নীলনদের তীরে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় পুলিশকে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও গুলি ছুড়তে দেখা যায়। এখন পর্যন্ত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ১২ জন নিহত হয়েছে বলে জানা যায়। যদিও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করছে, পুলিশের গুলিতে ৩৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রতি দিলেও পদত্যাগের ব্যাপারে কিছু জানাননি ওমর বশির। চলতি বছরের মাঝামাঝি খাবার রুটির ওপর সুদানের সরকার ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

প্রেসিডেন্ট ওমর বশিরের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুদানের রাজপথ। বিক্ষোভ ঠেকাতে দেশটির পুলিশ রাবার বুলেটের পাশাপাশি গুলি করেছে এমন অভিযোগের কথা জানিয়েছে আলজাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সুদানের রাজধানী খার্তুমের কেন্দ্রস্থলে নীলনদের তীরে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছে কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় পুলিশকে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও গুলি ছুড়তে দেখা যায়। এখন পর্যন্ত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ১২ জন নিহত হয়েছে বলে জানা যায়। যদিও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করছে, পুলিশের গুলিতে ৩৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রতি দিলেও পদত্যাগের ব্যাপারে কিছু জানাননি ওমর বশির। চলতি বছরের মাঝামাঝি খাবার রুটির ওপর সুদানের সরকার ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয়।