কুমিল্লায় এমপি বাহার
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আইএসআই
কুমিল্লা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযাগ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। গতকাল বুধবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখনো সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। ইংল্যান্ড থেকে তারেক ষড়যন্ত্র করছে, বিএনপি যুদ্ধাপরাধীদের নিয়ে দেশে ষড়যন্ত্র করছে।’
গত মঙ্গলবার একই ধরনের অভিযোগ করেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের একজন এজেন্টের কথিত ফোনালাপের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা। কুমিল্লা মহানগর আসন থেকে নৌকা প্রতীকে এবারও ভোটের লড়াইয়ে আছেন বাহার। এ উপলক্ষে কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
শেয়ার করুন
কুমিল্লা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযাগ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। গতকাল বুধবার এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখনো সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। ইংল্যান্ড থেকে তারেক ষড়যন্ত্র করছে, বিএনপি যুদ্ধাপরাধীদের নিয়ে দেশে ষড়যন্ত্র করছে।’
গত মঙ্গলবার একই ধরনের অভিযোগ করেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআইয়ের একজন এজেন্টের কথিত ফোনালাপের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা। কুমিল্লা মহানগর আসন থেকে নৌকা প্রতীকে এবারও ভোটের লড়াইয়ে আছেন বাহার। এ উপলক্ষে কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।