ভোটের আমেজ ঢাকা-১৯ আসনে ভোটভিক্ষায় দুই চিকিৎসক প্রার্থী
ওমর ফারুক, সাভার | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ঢাকা-১৯ আসনে নির্বাচনী প্রচার জমে উঠেছে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন দুই প্রার্থী। এ আসনে লড়াইয়ে রয়েছেন ঐক্যফ্রন্ট প্রার্থী ধানের শীষ প্রতীকের ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের ডা. এনামুর রহমান। প্রতিদিনই ভোর থেকে শুরু করে রাত-অব্দি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। ভোট প্রার্থনার পাশাপাশি চলছে উঠান বৈঠক ও পথসভা সমাবেশ। ডা. এনামুর রহমান বলেন, ‘আমি এই এলাকার সংসদ সদস্য থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছি।
তাই সাভার ও আশুলিয়ার ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে বলে আমি বিশ^াস করি।’ তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের নামে ভোটকেন্দ্রে কোনো ধরনের সহিংসতা করলে কঠোরভাবে মোকাবিলার মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করতে হবে।’ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ‘সারা দেশে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে বিধায় আমরা মঙ্গলবার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারে নেমেছি। এর আগে কিছু কিছু এলাকায় নির্বাচনী প্রচার চালালেও গ্রেফতার এবং হামলার ভয়ে মাঝে প্রচার বন্ধ রাখতে হয়েছে।’ এ রকম নির্বাচন আমরা আগে কখনো দেখিনি উল্লেখ করে তিনি বলেন, ‘আগে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীরা প্রতিপক্ষের ওপর হামলা করত কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্যাতিতদের সহযোগিতা করত। কিন্তু এখন দেখছি আওয়ামী লীগের চেয়ে পুলিশের দায়িত্বটা বেশি হয়ে গেছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হলে এমন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ওপর থেকে।’
শেয়ার করুন
ওমর ফারুক, সাভার | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ঢাকা-১৯ আসনে নির্বাচনী প্রচার জমে উঠেছে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন দুই প্রার্থী। এ আসনে লড়াইয়ে রয়েছেন ঐক্যফ্রন্ট প্রার্থী ধানের শীষ প্রতীকের ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের ডা. এনামুর রহমান। প্রতিদিনই ভোর থেকে শুরু করে রাত-অব্দি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। ভোট প্রার্থনার পাশাপাশি চলছে উঠান বৈঠক ও পথসভা সমাবেশ। ডা. এনামুর রহমান বলেন, ‘আমি এই এলাকার সংসদ সদস্য থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছি।
তাই সাভার ও আশুলিয়ার ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবে বলে আমি বিশ^াস করি।’ তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের নামে ভোটকেন্দ্রে কোনো ধরনের সহিংসতা করলে কঠোরভাবে মোকাবিলার মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করতে হবে।’ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ‘সারা দেশে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে বিধায় আমরা মঙ্গলবার থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারে নেমেছি। এর আগে কিছু কিছু এলাকায় নির্বাচনী প্রচার চালালেও গ্রেফতার এবং হামলার ভয়ে মাঝে প্রচার বন্ধ রাখতে হয়েছে।’ এ রকম নির্বাচন আমরা আগে কখনো দেখিনি উল্লেখ করে তিনি বলেন, ‘আগে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীরা প্রতিপক্ষের ওপর হামলা করত কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্যাতিতদের সহযোগিতা করত। কিন্তু এখন দেখছি আওয়ামী লীগের চেয়ে পুলিশের দায়িত্বটা বেশি হয়ে গেছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হলে এমন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ওপর থেকে।’