ইরাকে হঠাৎ ট্রাম্প
রূপান্তর ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আগাম কোনো ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হঠাৎ ইরাক সফর করেছেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে নিয়ে যান তিনি।
আফগানিস্তান এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এই প্রথম ইরাক সফরে গেলেন ট্রাম্প। তার এই অঘোষিত সফরকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছেন দেশটির রাজনীতিক ও নেতারা। দেশটির শিয়াপন্থি ইসলাহ পার্লামেন্টারি ব্লকের নেতা সাবাহ আল সাদি এই ঘটনায় পার্লামেন্টের জরুরি অধিবেশনের দাবি তুলেছেন বলে জানায় বিবিসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন সফরকে আগ্রাসী আচরণ বলেও তিনি আখ্যা দেন। অবশ্য হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ‘ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের তাদের আত্মত্যাগ ও সফলতা ও বড়দিনের শুভেচ্ছা দিতেই প্রেসিডেন্ট এ সফর করেন।’ বাগদাদের বিমানঘাঁটিতে নেমেই সেনাদের কাজের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আগাম কোনো ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হঠাৎ ইরাক সফর করেছেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে নিয়ে যান তিনি।
আফগানিস্তান এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এই প্রথম ইরাক সফরে গেলেন ট্রাম্প। তার এই অঘোষিত সফরকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছেন দেশটির রাজনীতিক ও নেতারা। দেশটির শিয়াপন্থি ইসলাহ পার্লামেন্টারি ব্লকের নেতা সাবাহ আল সাদি এই ঘটনায় পার্লামেন্টের জরুরি অধিবেশনের দাবি তুলেছেন বলে জানায় বিবিসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন সফরকে আগ্রাসী আচরণ বলেও তিনি আখ্যা দেন। অবশ্য হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ‘ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের তাদের আত্মত্যাগ ও সফলতা ও বড়দিনের শুভেচ্ছা দিতেই প্রেসিডেন্ট এ সফর করেন।’ বাগদাদের বিমানঘাঁটিতে নেমেই সেনাদের কাজের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।