গাজীপুরে ২ হিযবুত সদস্য গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নান্দুয়াইন মাস্টারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের পাঠানটেক এলাকার মোসলে উদ্দিন আহমেদের ছেলে শেখ শরীফ আশ্ররাফ রাজীব (২৮) ও রামপাইঠাল বাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. ফাহাদ মিয়া (২০)। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, ১১০০ টাকা এবং জঙ্গি সংগঠন হিযবুত তাহরি-সংক্রান্ত ৩০ লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব এক সংবাদে তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির কতিপয় সক্রিয় সদস্য গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকা- পরিচালনার উদ্দেশ্যে মাস্টারবাড়ী এলাকায় একত্র হয়ে লিফলেট বিতরণ করছে। পরে মাস্টারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নান্দুয়াইন মাস্টারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের পাঠানটেক এলাকার মোসলে উদ্দিন আহমেদের ছেলে শেখ শরীফ আশ্ররাফ রাজীব (২৮) ও রামপাইঠাল বাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. ফাহাদ মিয়া (২০)। তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, ১১০০ টাকা এবং জঙ্গি সংগঠন হিযবুত তাহরি-সংক্রান্ত ৩০ লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব এক সংবাদে তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির কতিপয় সক্রিয় সদস্য গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতামূলক কর্মকা- পরিচালনার উদ্দেশ্যে মাস্টারবাড়ী এলাকায় একত্র হয়ে লিফলেট বিতরণ করছে। পরে মাস্টারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।