গাজীপুরে শ্রমিক কলোনির ১৮৩ ঘর পুড়ে ছাই
গাজীপুর প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় অগ্নিকা-ে শ্রমিক কলোনির ১৮৩ ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল হামিদ জানান, ভোরে আনোয়ারা বেগমের মালিকানাধীন কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ সাতজনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেড তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওইসব কলোনি টিন দিয়ে তৈরি ১৮৩ কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় অগ্নিকা-ে শ্রমিক কলোনির ১৮৩ ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভারের ইপিজেড ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল হামিদ জানান, ভোরে আনোয়ারা বেগমের মালিকানাধীন কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই আশপাশের আলী হোসেন দেওয়ান, আমজাদ হোসেন, রাহেলা বেগম, লুৎফর রহমান, ফাতেমা বেগমসহ সাতজনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেড তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ওইসব কলোনি টিন দিয়ে তৈরি ১৮৩ কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।