সুদানে রুটির দাম বাড়ায় বিক্ষোভ নিহত ১৯
রূপান্তর ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সুদানে রুটির দাম বাড়ার প্রতিবাদে চলমান বিক্ষোভে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। নিহতদের মধ্যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যও রয়েছেন। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে গত বৃহস্পতিবার সরকারের মুখপাত্র বুশারা জুমা বলেন, ১৯ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হওয়ার দুই নিরাপত্তা কর্মীসহ এ পর্যন্ত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২১৯ জন। লুটপাট চালানোর সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। রাজধানী খার্তুমে কেউ নিহত হননি বলেও জানান তিনি। এর আগে সুদান সরকার ৮ জন নিহতের খবর স্বীকার করেছিল। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৩৭। এদিকে চলমান এই প্রতিবাদে শামিল হয়েছেন সাংবাদিকরাও। গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভে সমর্থন জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সুদানে রুটির দাম বাড়ার প্রতিবাদে চলমান বিক্ষোভে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। নিহতদের মধ্যে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দুই সদস্যও রয়েছেন। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে গত বৃহস্পতিবার সরকারের মুখপাত্র বুশারা জুমা বলেন, ১৯ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হওয়ার দুই নিরাপত্তা কর্মীসহ এ পর্যন্ত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ২১৯ জন। লুটপাট চালানোর সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। রাজধানী খার্তুমে কেউ নিহত হননি বলেও জানান তিনি। এর আগে সুদান সরকার ৮ জন নিহতের খবর স্বীকার করেছিল। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতের সংখ্যা ৩৭। এদিকে চলমান এই প্রতিবাদে শামিল হয়েছেন সাংবাদিকরাও। গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভে সমর্থন জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক।