বিএনপি প্রার্থীর বাড়ি থেকে গ্রেপ্তার ১৯
বরিশাল প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝারা) আসনে ধানের শীষের প্রার্থী জহিরউদ্দিন স্বপনের বাড়ি থেকে ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার শরিকলে স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিজিবি ও পুলিশ।
স্বপনের অভিযোগ, বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্যই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের সঙ্গে জড়িতরা ও বহিরাগত সন্ত্রাসী মিলে বিএনপি প্রার্থীর বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের পর ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকে পালিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
শেয়ার করুন
বরিশাল প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝারা) আসনে ধানের শীষের প্রার্থী জহিরউদ্দিন স্বপনের বাড়ি থেকে ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার শরিকলে স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিজিবি ও পুলিশ।
স্বপনের অভিযোগ, বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্যই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের সঙ্গে জড়িতরা ও বহিরাগত সন্ত্রাসী মিলে বিএনপি প্রার্থীর বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের পর ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকে পালিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।