৭২ বছর পর দেখা
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিবাহবিচ্ছেদের প্রায় ৭২ বছর পর যে দেখা হয়েছে দুজনের। ১৯৪৭ সালে দেশভাগের ঠিক আগের বছর ভারতের কেরালার কাভুম্বায়ি গ্রামে উত্তাল কৃষক আন্দোলনের আগুনে ছারখার হয়ে গিয়েছিল নারায়ণন-সারদা দম্পতির সংসার। ৯৩ বছর বয়সী নারায়ণন আর ৮৯-তে পা দেওয়া সারদার নিজেদের জীবন নিয়ে অভিমান থাকলেও নেই কোনো রাগ।
আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে নারায়ণন ও তার বাবা থালিয়ান রমণ নাম্বিয়ারকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। গ্রেপ্তারের পর দুজনকেই কারাগারে পাঠায় তারা। তার ঠিক এক বছর আগে ১৩ বছরের সারদার সঙ্গে বিয়ে হয়েছিল ১৭ বছর বয়সী নারায়ণনের। এনডিটিভির প্রতিবেদনে জানায়, কেরালার কাভুম্বাইয়ে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নারায়ণন। সেই সময় তাদের লড়াই ছিল মূলত সামন্তবাদীদের বিরুদ্ধে। তৎকালীন অর্থনৈতিক, রাজনৈতিক পরিকাঠামোতে দাঁড়িয়ে যে ধরনের প্রতিবাদ আন্দোলনের প্রয়োজন ছিল, সেই তাগিদেই সর্বসময়ের বিপ্লবী হয়ে ওঠেন নারায়ণন। ভূমিদস্যুদের অকথ্য অত্যাচার ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে সংগঠিত করেন লড়াই-আন্দোলন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিবাহবিচ্ছেদের প্রায় ৭২ বছর পর যে দেখা হয়েছে দুজনের। ১৯৪৭ সালে দেশভাগের ঠিক আগের বছর ভারতের কেরালার কাভুম্বায়ি গ্রামে উত্তাল কৃষক আন্দোলনের আগুনে ছারখার হয়ে গিয়েছিল নারায়ণন-সারদা দম্পতির সংসার। ৯৩ বছর বয়সী নারায়ণন আর ৮৯-তে পা দেওয়া সারদার নিজেদের জীবন নিয়ে অভিমান থাকলেও নেই কোনো রাগ।
আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে নারায়ণন ও তার বাবা থালিয়ান রমণ নাম্বিয়ারকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। গ্রেপ্তারের পর দুজনকেই কারাগারে পাঠায় তারা। তার ঠিক এক বছর আগে ১৩ বছরের সারদার সঙ্গে বিয়ে হয়েছিল ১৭ বছর বয়সী নারায়ণনের। এনডিটিভির প্রতিবেদনে জানায়, কেরালার কাভুম্বাইয়ে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নারায়ণন। সেই সময় তাদের লড়াই ছিল মূলত সামন্তবাদীদের বিরুদ্ধে। তৎকালীন অর্থনৈতিক, রাজনৈতিক পরিকাঠামোতে দাঁড়িয়ে যে ধরনের প্রতিবাদ আন্দোলনের প্রয়োজন ছিল, সেই তাগিদেই সর্বসময়ের বিপ্লবী হয়ে ওঠেন নারায়ণন। ভূমিদস্যুদের অকথ্য অত্যাচার ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে সংগঠিত করেন লড়াই-আন্দোলন।