রাঙ্গামাটি বিএনপির অভিযোগ
হামলা হুমকিতে বাড়িছাড়া কর্মীরা
রাঙ্গামাটি প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
হামলা-মামলা, ধরপাকড় ও ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িছাড়া করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাঙ্গামাটির বিএনপি প্রার্থী মনি স্বপন দেওয়ান। গতকাল শনিবার জেলার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তফসিল ঘোষণার পর দশ উপজেলায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩ মামলায় আনুমানিক ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।
জেলার একমাত্র আসনে ধানের শীষের প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। হামলায় আমাদের দলের ১০০-১৫০ জনকে আহত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব ঘটনায় মামলা করতে চাইলেও কোনো থানা তা নেয়নি।’
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি নৌকার প্রার্থী জাল ব্যালট পেপার তৈরি করে তাতে আগেই সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার কৌশল হিসেবে মিথ্যা-গায়েবি মামলা, হামলার মাধ্যমে ভোটকেন্দ্রে বিএনপির কর্মী শূন্য করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’ নির্বাচন কমিশন ও প্রশাসনকে নির্বাচনের দিন নিরপেক্ষ থেকে কাজ করার এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মনি স্বপন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, কর্নেল (অব.) মনীষ দেওয়ান প্রমুখ।
শেয়ার করুন
রাঙ্গামাটি প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

হামলা-মামলা, ধরপাকড় ও ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িছাড়া করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাঙ্গামাটির বিএনপি প্রার্থী মনি স্বপন দেওয়ান। গতকাল শনিবার জেলার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তফসিল ঘোষণার পর দশ উপজেলায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩ মামলায় আনুমানিক ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।
জেলার একমাত্র আসনে ধানের শীষের প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। হামলায় আমাদের দলের ১০০-১৫০ জনকে আহত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব ঘটনায় মামলা করতে চাইলেও কোনো থানা তা নেয়নি।’
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি নৌকার প্রার্থী জাল ব্যালট পেপার তৈরি করে তাতে আগেই সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার কৌশল হিসেবে মিথ্যা-গায়েবি মামলা, হামলার মাধ্যমে ভোটকেন্দ্রে বিএনপির কর্মী শূন্য করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।’ নির্বাচন কমিশন ও প্রশাসনকে নির্বাচনের দিন নিরপেক্ষ থেকে কাজ করার এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মনি স্বপন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, কর্নেল (অব.) মনীষ দেওয়ান প্রমুখ।