দক্ষিণ কোরিয়ায় পলিথিন নিষিদ্ধ
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
দক্ষিণ কোরিয়ায় পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। আজ মঙ্গলবার থেকে এ আইন কার্যকর হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন এ বিধানের প্রভাব পড়বে দেশটির দুই হাজার সুপার মার্কেট ও ১১ হাজার দোকানে।
বর্জ্যরে বিরুদ্ধে যুদ্ধ ও প্রকৃতি রক্ষার ডাক দিয়ে কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয় পলিথিনের ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করেছে। গতকাল ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, আইন অমান্য করলে ৩০ লাখ ওন বা সোয়া দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। পলিথিনের বদলে দোকানগুলোতে কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে। কেবল মাছ বা মাংসের মতো কাঁচা পণ্য বহনে এ নিয়ম শিথিল করা হয়েছে। পলিথিন ছাড়াও অন্যান্য প্লাস্টিক বর্জ্যরে বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ আইনের ফলে মার্কেটে কী প্রভাব পড়ছে আগামী মার্চ থেকে তার সমীক্ষা করা হবে। সম্প্রতি পলিথিনের ব্যবহার কমাতে যুক্তরাজ্যও নানা পরিকল্পনা নিয়েছে। পণ্যে পলিথিন মোড়কের জন্য দ্বিগুণ শুল্ক আরোপের সিদ্ধান্তে একমত হয়েছেন দেশটির মন্ত্রীরা।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

দক্ষিণ কোরিয়ায় পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। আজ মঙ্গলবার থেকে এ আইন কার্যকর হচ্ছে। বছরের প্রথম দিনে নতুন এ বিধানের প্রভাব পড়বে দেশটির দুই হাজার সুপার মার্কেট ও ১১ হাজার দোকানে।
বর্জ্যরে বিরুদ্ধে যুদ্ধ ও প্রকৃতি রক্ষার ডাক দিয়ে কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয় পলিথিনের ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করেছে। গতকাল ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, আইন অমান্য করলে ৩০ লাখ ওন বা সোয়া দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। পলিথিনের বদলে দোকানগুলোতে কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে। কেবল মাছ বা মাংসের মতো কাঁচা পণ্য বহনে এ নিয়ম শিথিল করা হয়েছে। পলিথিন ছাড়াও অন্যান্য প্লাস্টিক বর্জ্যরে বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ আইনের ফলে মার্কেটে কী প্রভাব পড়ছে আগামী মার্চ থেকে তার সমীক্ষা করা হবে। সম্প্রতি পলিথিনের ব্যবহার কমাতে যুক্তরাজ্যও নানা পরিকল্পনা নিয়েছে। পণ্যে পলিথিন মোড়কের জন্য দ্বিগুণ শুল্ক আরোপের সিদ্ধান্তে একমত হয়েছেন দেশটির মন্ত্রীরা।