নতুন বছরেও নিঃসঙ্গ ট্রাম্প
রূপান্তর ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
বড়দিনের মতো নতুন বছরের শুরুতেও হোয়াইট হাউসে নিঃসঙ্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশবাসীকে নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে টুইটারে দেওয়া এক ভিডিওচিত্রে নিজের একাকিত্বের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প তার ১১ সেকেন্ডের ভিডিওতে বলেন, ‘যখন আমি হোয়াইট হাউসে কাজে ব্যস্ত, আপনারা তখন পার্টি করছেন। কিন্তু এ জন্য আমি আপনাদের দোষ দেই না। উপভোগ করুন। নতুন বছর আমাদের সবার জন্য ভালো হতে যাচ্ছে।’
মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণে বাজেট বরাদ্দ পেতে ব্যর্থতাই এই একাকিত্বের কারণ হিসেবে বলছে ডেইলি মেইল। দেশে অর্থনৈতিক অচলাবস্থার কারণে মার-এ-লাগোতে সফর বাতিল করেছেন ট্রাম্প। গত সোমবার মধ্যরাতে ফক্স টেলিভিশনকে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, ‘আমাদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে। সীমান্ত সুরক্ষার অংশ এই দেয়াল। আমি শুনেছি দেয়াল দেওয়ার বিষয়টি নাকি প্রাচীনপন্থি। এটা কোনোভাবেই প্রাচীনপন্থি না। এটা শতভাগ অব্যর্থ। আমার চেয়ে কেউ ভালো প্রযুক্তি বোঝে না। ওই সীমান্ত দেয়ালে প্রযুক্তি বেলের কাজ করবে। আমাদের দেয়াল না থাকলে মানুষ আসতেই থাকবে।’
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

বড়দিনের মতো নতুন বছরের শুরুতেও হোয়াইট হাউসে নিঃসঙ্গ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশবাসীকে নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে টুইটারে দেওয়া এক ভিডিওচিত্রে নিজের একাকিত্বের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প তার ১১ সেকেন্ডের ভিডিওতে বলেন, ‘যখন আমি হোয়াইট হাউসে কাজে ব্যস্ত, আপনারা তখন পার্টি করছেন। কিন্তু এ জন্য আমি আপনাদের দোষ দেই না। উপভোগ করুন। নতুন বছর আমাদের সবার জন্য ভালো হতে যাচ্ছে।’
মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণে বাজেট বরাদ্দ পেতে ব্যর্থতাই এই একাকিত্বের কারণ হিসেবে বলছে ডেইলি মেইল। দেশে অর্থনৈতিক অচলাবস্থার কারণে মার-এ-লাগোতে সফর বাতিল করেছেন ট্রাম্প। গত সোমবার মধ্যরাতে ফক্স টেলিভিশনকে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, ‘আমাদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে। সীমান্ত সুরক্ষার অংশ এই দেয়াল। আমি শুনেছি দেয়াল দেওয়ার বিষয়টি নাকি প্রাচীনপন্থি। এটা কোনোভাবেই প্রাচীনপন্থি না। এটা শতভাগ অব্যর্থ। আমার চেয়ে কেউ ভালো প্রযুক্তি বোঝে না। ওই সীমান্ত দেয়ালে প্রযুক্তি বেলের কাজ করবে। আমাদের দেয়াল না থাকলে মানুষ আসতেই থাকবে।’