রাজ ক্ষমা পেলেন মরক্কোর সেই সাংবাদিক
রূপান্তর ডেস্ক | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০
মরক্কো কর্র্তৃপক্ষ অবৈধ গর্ভপাতে অভিযুক্ত সাংবাদিক হাজার রায়সৌনিকে রাজ ক্ষমা দিয়েছে। গত বুধবার রায়সৌনি এই রাজ ক্ষমার আদেশ গ্রহণ করেছেন। এর ফলে মরক্কোর আদালত কর্র্তৃক দেওয়া এক বছরের কারাদণ্ড বাতিল হলো। এই রাজ ক্ষমা রায়সৌনির সুদানি বাগদত্তাসহ চিকিৎসা কর্মকর্তার ক্ষেত্রেও কার্যকর হবে।
রায়সৌনির গ্রেপ্তারে যেসব মানবাধিকার সংগঠন ও অ্যাক্টিভিস্টরা বিক্ষোভ করছিলেন তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অ্যাক্টিভিস্ট ফায়রুইজ ইউসফি এজন্য রায়সৌনির মুক্তির দাবিতে সংহতি আন্দোলনকে কৃতিত্ব দিয়েছেন। ২৮ বছরের এই সাংবাদিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০

মরক্কো কর্র্তৃপক্ষ অবৈধ গর্ভপাতে অভিযুক্ত সাংবাদিক হাজার রায়সৌনিকে রাজ ক্ষমা দিয়েছে। গত বুধবার রায়সৌনি এই রাজ ক্ষমার আদেশ গ্রহণ করেছেন। এর ফলে মরক্কোর আদালত কর্র্তৃক দেওয়া এক বছরের কারাদণ্ড বাতিল হলো। এই রাজ ক্ষমা রায়সৌনির সুদানি বাগদত্তাসহ চিকিৎসা কর্মকর্তার ক্ষেত্রেও কার্যকর হবে।
রায়সৌনির গ্রেপ্তারে যেসব মানবাধিকার সংগঠন ও অ্যাক্টিভিস্টরা বিক্ষোভ করছিলেন তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অ্যাক্টিভিস্ট ফায়রুইজ ইউসফি এজন্য রায়সৌনির মুক্তির দাবিতে সংহতি আন্দোলনকে কৃতিত্ব দিয়েছেন। ২৮ বছরের এই সাংবাদিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শেয়ার করুন