কাবুলে শিখ মন্দিরে হামলায় নিহত ২৫
রূপান্তর ডেস্ক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দিরে হামলায় অন্তত ২৫ জন নিহত ও অন্য ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আত্মঘাতী ও সশস্ত্র বন্দুকধারীদের হামলার প্রায় ছয় ঘণ্টা পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধার হয়েছে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী তালেবান।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হয়রানি ও বৈষম্যের কারণে আফগানিস্তানে শিখ ধর্মাবলম্বীদের সংখ্যা কমে আসছে। বর্তমানে দেশটিতে ১০ হাজারেরও কম শিখ ধর্মাবলম্বীর বাস। ২০১৮ সালের জুলাইতে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে শিখ ও হিন্দু ধর্মাবলম্বীদের এক জমায়েতে আইএসের হামলায় ১৯ জন নিহত ও অন্য ২০ জন আহত হয়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দিরে হামলায় অন্তত ২৫ জন নিহত ও অন্য ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আত্মঘাতী ও সশস্ত্র বন্দুকধারীদের হামলার প্রায় ছয় ঘণ্টা পর ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ধার হয়েছে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করলেও কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠী তালেবান।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হয়রানি ও বৈষম্যের কারণে আফগানিস্তানে শিখ ধর্মাবলম্বীদের সংখ্যা কমে আসছে। বর্তমানে দেশটিতে ১০ হাজারেরও কম শিখ ধর্মাবলম্বীর বাস। ২০১৮ সালের জুলাইতে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে শিখ ও হিন্দু ধর্মাবলম্বীদের এক জমায়েতে আইএসের হামলায় ১৯ জন নিহত ও অন্য ২০ জন আহত হয়।
শেয়ার করুন